ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেক বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ডাল, তৈলবীজ, মসলা জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে ৩৫০ লাখ টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গত ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৬ জন নৃ-গোষ্ঠী চাষীকে ৭১ লাখ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী চাষীদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন। বিনিয়োগের অবশিষ্ট টাকা কৃষকদেরকে পরবর্তীতে বিভিন্ন মেয়াদে প্রদান করা হবে।  

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থবছরে ৪ শতাংশ রেয়াতি মুনাফা হারে নৃ-গোষ্ঠী চাষীদের মধ্যে প্রায় ২০০ লাখ (২০ মিলিয়ন) টাকার বিনিয়োগ সুবিধা প্রদান করেছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল খালেক, বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন এবং টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

উক্ত কৃষি বিনিয়োগ টাঙ্গাইল এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করবে বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই এন্ড এগ্রি ইনভেষ্টমেন্ট বিভাগের ইউনিট প্রধান মো. রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //