চলতি ২০২২-২৩ অর্থবছরের জুনের তৃতীয় সপ্তাহে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার (১৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের মনিটরি পলিসি রিভিউ কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী তারল্য সংকট ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে লাগাম টানাসহ বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় এ মুদ্রানীতি ঘোষণা হবে।
মো. মেজবাউল হক বলেন, নয় শতাংশ সুদের হার উঠে যাবে কিনা সে বিষয়ে আগামী মনিটরি পলিসিতে থাকবে। সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে আমরা কাজ করছি। সেজন্য অনেকটা এগিয়েছি আমরা।
আমানতে সুদের হার তুলে দেওয়া প্রসঙ্গে মেজবাউল হক বলেন, আগে যেখানে ৬/৯ শতাংশ ছিলো। সেখান থেকে আমরা আমানতে সুদ ৬ শতাংশ তুলে দিয়েছি। তার ফলে ডিপোজিট ইতিবাচকভাবে বেড়েছে। কম রেটে বাড়লেও প্রাইভেট সেক্টরে আমানত বাড়ছে। আমানত একাঙ্খিত মাত্রায় না আসলেও তুলনামূলকভাবে বেড়েছে।
বহুমুখী চ্যালেঞ্জ সামাল দিয়ে প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারে উৎপাদনশীল কর্মকাণ্ডকে যেন নিরুৎসাহিত না করা হয় সেদিকে দৃষ্টি রেখেই মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, একটা অর্থবছরে যেহেতু অনেক কিছুই পরিবর্তন হয়। সে কারণে রিভাইজর্ড মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক ঘোষণা করতেই পারেন। সেজন্য বছরে দু’বার মুদ্রানীতি ঘোষণা করাটা ইতিবাচক দিক। এটা আইএমএফের শর্ত হোক বা যাই হোক না কেন, আমাদের অর্থনীতিকে একটা দিক নির্দেশনা দিবে। যারা অর্থনীতি বিশ্লেষণ করেন তারা পরামর্শ দেয়ারও সুযোগ পাবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মুদ্রানীতি বাজেট বাংলাদেশ ব্যাংক আইএমএফ সুদ সুদের হার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh