নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১২:১৫ পিএম
আপডেট: ১০ এপ্রিল ২০২৩, ১২:১৬ পিএম
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১২:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০ এপ্রিল ২০২৩, ১২:১৬ পিএম
গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে ৩০০ মিলিয়ন ডলার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট তারল্য সংকট মোকাবেলা এবং আর্থিক সহায়তা প্রদানের নিমিত্তে Asian Infrastructure Investment Bank (AIIB) এর উদ্যোগে কোভিড-১৯ ইমার্জেন্সি এন্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি) নামে এ তহবিলটি প্রবর্তিত হয়।
এ পুনঃঅর্থায়ন চুক্তির অধীনে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বোচ্চ ৪ শতাংশ মুনাফায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের অনুকূলে বিনিয়োগ বিতরণ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের এর উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং সিইসিআরএফপি প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh