নাম পরিবর্তন হলো সোনালী ব্যাংকের

দেশের রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংকিং প্রতিষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির পূর্ণাঙ্গ নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’।

গত রবিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. আলী আকবর ফরাজী স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য বলা হয়েছে।  

সার্কুলারে বলা হয়, কোম্পানী আইন ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ১৪ মে রবিবার তফসিলি ব্যাংক সমূহের তালিকায় ‘সোনালী ব্যাংক লিমিটেড’ এর নাম ‘সোনালী ব্যাংক পিএলসি’ ইংরেজিতে ‘Sonali Bank Plc' হিসেবে পরিবর্তন করা হয়েছে। 

এবিষয়ে ১৪ মে জারি করা প্রজ্ঞাপন বিআরপিডি (এলএস-১)/৭৪৫(০১)/২০২৩-৩৫৫৯ এর অনুলিপি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এরপর গত রবিবার চূড়ান্তভাবে নামটি ব্যবহারের জন্য বলা হলো।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //