স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করল যমুনা ব্যাংক লিমিটেড।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুশাররফ হুসাইন, নূর মোহাম্মদ, মোঃ মাহমুদুল হক, শাহিন মাহমুদ, কানুতোষ মজুমদার, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, গাজী গোলাম মূর্তজা, স্বতন্ত্র পরিচালক আবদুর রহমান সরকার, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ আবদুল জব্বার চৌধুরী এবং এম মুরশিদুল হক খান।
আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এরপর জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সকল শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাগণ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যমুনা ব্যাংক জাতীয় শোক দিবস শোকাবহ আগস্ট
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh