যমুনা ব্যাংক লিমিটেডের গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্দর নগরীর একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম অঞ্চলের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, যমুনা ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করতে পারবে যমুনা ব্যাংক। মিটিংয়ে ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তও গৃহিত হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যমুনা ব্যাংক টাউন হল মিটিং চট্টগ্রাম
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh