বাংলাদেশ ব্যাংক ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্দেশক্রমে যমুনা ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে গাজীপুর জেলায় আরো ৪৩টি ব্যাংকের অংশগ্রহণে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইনন্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন উক্ত ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোঃ মোশাররফ হোসেন এবং গাজীপুর জেলার শিক্ষা কর্মকর্তা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। সার্বিক সমন্বয় করেন মোঃ আব্দুস সোবহান, বিভাগীয় প্রধান ব্যাংকিং অপারেশন ডিভিশন, যমুনা ব্যাংক লিমিটেড। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh