শাহজালাল ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তা প্রদান

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) সাভারের জিরানীতে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) হকি খেলোয়াড়দের মাউথগার্ড ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক খন্দকার শাকিব আহমেদ বিকেএসপির হকি বিভাগের ইনচার্জ মো. জাহিদ হোসেন নিকট উক্ত অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সাভার শাখার ব্যবস্থাপক জনাব মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) সাভারের জিরানীতে অবস্থিত দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা কেন্দ্র। পড়াশুনার পাশাপাশি দেশের সব ফরমেটের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈর অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে হকি বিভাগ। হকি খেলার সময় মাউথগার্ড খেলোয়াড়দের মুখমণ্ডলকে বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করে থাকে। সেপ্রেক্ষিতে ৫৩ জন খেলোয়াড়দের জন্য মাউথগার্ড ক্রয়ের জন্য উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //