যমুনা ব্যাংকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সেমিনার অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের উপর এক বিশেষ সেমিনার। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

ব্যাংকের সাইবার অ্যাওয়ারনেস ও প্রস্তুতির উপর বিস্তারিত আলোকপাত করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সিস্টেম এনালিস্ট জনাব এস এম তোফায়েল আহমেদ।

এছাড়াও সেমিনারে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন এপনিকের নির্বাহী কমিটির সদস্য জনাব সুমন আহমেদ সাবির। এ সময় ব্যাংকের বিভাগীয় প্রধানগণ সহ ব্যাংকের CIRT সদস্য, শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ ভার্চুয়াল প্লাটফর্মের দ্বারা সেমিনারে অংশগ্রহণ করেন।

বক্তাগণ সাইবার নিরাপত্তা যথাযথভাবে অবলম্বনের গুরুত্ব ব্যাখ্যার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীগণকে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্লেষণধর্মী পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, বর্তমান বিশ্বের সাইবার আক্রমণ ও ঝুঁকির পরিপ্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে যমুনা ব্যাংক পিএলসি এ বছরের অক্টোবর মাসব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মসূচী পালন করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //