সুদের হারের সীমা তুলে দেওয়ার পর বাড়তে শুরু করেছে আমানত ও ঋণের সুদহার। ইতিমধ্যে ঋণের সুদহার আড়াই শতাংশ পর্যন্ত বেড়ে প্রায় সাড়ে ১১ শতাংশে পৌঁছেছে। বেড়েছে আমানতের সুদহারও। এর ফলে মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের তথ্য বলছে, গত চার মাসের হিসেবে ব্যাংকের বাইরে থাকা মোট নগদ টাকা থেকে প্রায় ৪৬ হাজার কোটি টাকা আমানত হিসেবে ব্যাংকে ফিরেছে।
এ নিয়ে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, সুদহারের নির্দিষ্ট সীমা তুলে দেওয়ার পর আমানত বাড়ছে। এতে মানুষ ভালো সুদ পাচ্ছেন। ফলে ব্যাংকের বাইরে রাখা টাকা ব্যাংকে ফিরছে। ব্যাংকগুলোর ঋণ দেওয়ার মতো তারল্য বাড়ছে। আমাদের ব্যাংকে আমানতে ১৬ শতাংশ প্রবৃদ্ধি আছে। গত চার মাসে বেড়েছে ৩-৪ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের আমানত বৃদ্ধির অন্যতম কারণ হলো ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমে আসা। এ ছাড়া আমানতের সুদের হার বাড়ার প্রভাবও পড়েছে ব্যাংকের আমানতের ওপর।
ওই প্রতিবেদন অনুযায়ী, মে মাসে ব্যাংকগুলোয় আমানতের পরিমাণ ছিল ১৫ লাখ ৬৪ হাজার ৭৯ কোটি টাকা, যা জুন মাসে বেড়ে হয় ১৫ লাখ ৯৫ হাজার ২৫৪ কোটি টাকা। এই সময়ে ব্যাংক আমানতের ওপর সুদ যুক্ত হয়েছে। ফলে আমানত বেশি বেড়েছে। জুলাই মাসে ব্যাংকে আমানত বেড়ে হয় ১৬ লাখ ৭ হাজার ৮৯৫ কোটি টাকা, যা বেড়ে আগস্টে ১৬ লাখ ১৮ হাজার ৫০৮ কোটি টাকায়, সেপ্টেম্বরে ১৬ লাখ ২৩ হাজার ৭৪০ কোটি টাকায় ও অক্টোবরে ১৬ লাখ ৩৬ হাজার ৫৯২ কোটি টাকায় ওঠে।
এদিকে শরিয়াভিত্তিক ও প্রথম প্রজন্মের কিছু ব্যাংক অস্বাভাবিক সুদে আমানত সংগ্রহ করছে বলে তথ্য পাওয়া গেছে। এতে আমানত বাড়লেও সম্প্রতি শরিয়াভিত্তিক কয়েকটি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি হয়েছে। এই খবর আলোচনায় আসার পর এসব ব্যাংকে আমানত কমতে শুরু করেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh