ব্যাংক ক্যাটাগরিতে শীর্ষ করদাতা শাহ্জালাল ইসলামী ব্যাংক

জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) বুধবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে অন্যতম সেরা করদাতা “বিশেষ সম্মাননা ও সম্মননাপত্র” প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২২-২০২৩ অর্থবছরে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে ব্যাংকিং ক্যাটাগরিতে “বিশেষ সম্মাননা ও সম্মননাপত্র” অর্জন করে। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে উক্ত “বিশেষ সম্মাননা ও সম্মননাপত্র” গ্রহণ করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কর কমিশনার মো. ইকবাল বাহার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //