সরকার বদলের পর আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের রদবদল হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় থাকা বিভিন্ন সংস্থার শীর্ষ পদে বড় পরিবতর্ন এসেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম মাসরুর রিয়াজকে।
এ ছাড়া পল্লী কর্ম-সহায়ক ফাইন্ডেশন, পিকেএসএফের চেয়ারম্যানও বদলে দেওয়া হয়েছে।
এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদকে। এই দুই সংস্থার শীর্ষ পদে নিয়োগের বিষয়ে আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে মাসরুর রিয়াজকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন। পরে এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটি থেকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh