৩ প্রকল্পের জন্য বাংলাদেশকে ১১৬ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। স্বাস্থ্যসেবার উন্নতি, পানি ও স্যানিটেশন–সেবার উন্নতি এবং সবুজায়ন ও জলবায়ু-সহনশীলতা উন্নয়নে এই সহায়তা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক জানায়, এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি করা হবে এবং পরিবেশ-বান্ধব ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন অর্জনে সহায়তা হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ সেক বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি এবং সামনে প্রচুর দূষণ সমস্যা রয়েছে। প্রতিটি খাতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি এবং দূষণের সমস্যা মোকাবিলা করা এখন গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার।
এ সময় আবদুল্লাহ সেক আরও বলেন, এই অর্থায়ন দেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশন সেবাগুলি পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি পরিষ্কার, জলবায়ু সহিষ্ণু এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh