নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম
মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২৪(১) (ঘ) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর বিধি ২২ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তার যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ এফ এম শাহীনুল ইসলামের কেন্দ্রীয় ব্যাংকে ৩১ বছর চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। বিএফআইইউ’র উপ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও, শাহীনুল ইসলাম বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিস এবং মতিঝিল অফিসে বিভিন্ন পদে কাজ করা, শাখা পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর কার্যকারিতায় অবদান রাখা, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে অন-সাইট এবং অফ-সাইট তত্ত্বাবধান পরিচালনা করা, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ এবং ব্যাংকিং তত্ত্বাবধান করা সহ বিভিন্ন বিভাগে অবদান রেখেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh