এপ্রিল মাসের প্রথম ৫ দিনে প্রায় ১২ কোটি (১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার) ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ এক হাজার ৪৬৪ কোটি টাকা।
দেশের ইতিহাসে রেমিট্যান্সে নতুন ইতিহাস তৈরি করেছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা গত মার্চ মাসে ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। স্বাধীনতার পর এত রেমিট্যান্স কখনোই দেশে আসেনি।
বাংলাদেশ ব্যাংক বলছে, সাধারণত কোনো উৎসব উপলক্ষে নিজ পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠিয়ে থাকেন প্রবাসীরা। এতে প্রবাসী আয়ের গতি বেড়ে যায়।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, এপ্রিল মাসের প্রথম পাঁচদিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে (কৃষি ব্যাংক) এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৮ লাখ ডলার।
ঈদের পরপরই রেমিট্যান্স কমে যাওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা নিজ পরিবারের জন্য বাড়তি টাকা পাঠান। ঈদের পর তারা তেমন অর্থ পাঠাননি। আবার মাসের শুরুতে অনেকেই বেতন পান না। এসব কারণে কমেছে। তবে আগামীতে ঈদুল আজহা আছে। তাই রেমিট্যান্সের গতি বাড়বে ধরেই নেয়া যায়।’
গত মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার) ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১২৯৫ কোটি টাকা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্রবাসী আয় রেমিট্যান্স ডলার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh