শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত
বিরতি ভেঙে বলিউড কিং শাহরুখ ‘পাঠান’ ও ‘জওয়ান’ ব্লকবাস্টার
উপহার দেন। গত বছরে বলিউডে শাহরুখ ছিলেন সবার শীর্ষে। কিন্তু এবার তার থেকে এক ধাপ এগিয়ে গেলেন শ্রদ্ধা কাপুর।
‘স্ত্রী ২’-এর সাফল্যে ভাসছেন অভিনেত্রী।
এরইমধ্যে সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। পেছনে ফেলেছে শাহরুখের ‘পাঠান’
ও ‘জওয়ান’র মতো ব্লকবাস্টারকে।
ছবির সাফল্যের পাশাপাশি শ্রদ্ধা এখন ফ্যানদের অফুরন্ত ভালোবাসায়।
এদিকে শ্রদ্ধা তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। নায়িকা বলেছেন, ‘আমি আমার সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সেটা সিনেমা দেখা হোক বা ডিনার করতে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়া, এই সবই আমার পছন্দের।
কয়েক মাস ধরে গুঞ্জন, রাহুল মোদির সঙ্গে নাকি ডেট করছেন নায়িকা। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই চর্চা হয়। সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেন শ্রদ্ধা।
অভিনেত্রী বলেন, ‘বিয়েতে বিশ্বাস করা বা না করা নয়, বরং জীবনসঙ্গী হিসেবে সঠিক মানুষটাকে বেছে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন যে তারা বিয়ে করতে চান, তবে তাদের মধ্যে সম্পর্কটাও দারুণ হওয়া উচিত ‘
