করোনা আতঙ্কে দীপিকার প্যারিস ট্যুর বাতিল

চীনসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় প্যারিস ফ্যাশন উইকে যাওয়া হল না দীপিকা পাড়ুকোনের। 

লুই ভিতোঁ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকায় প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে এ সপ্তাহেই ফ্রান্সে পৌঁছনোর কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে ট্রিপ বাতিল করতে হয়েছে তাকে। কারণ ইউরোপেও এখন করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এক বিবৃতি দিয়ে দীপিকা নিজেই খবরটি জানিয়েছেন। 

এ বারের প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে দীপিকার উপস্থিতি মিস করলেন ভক্তরা।

২০০৬ সালে অভিনয়ে প্রবেশ করেন দীপিকা। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমায় দারুণ অভিনয় করেন। এরপর একে একে জনপ্রিয় সব সিনেমা উপহার দেন দর্শকদের। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //