৩ দিনেই ‘বাঘি থ্রি’র আয় ৫০ কোটি

আহমেদ খান পরিচালিত টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি থ্রি’ সিনেমাটি মুক্তির দিনেই আয় করে ১৭ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে এর আয় পৌছায় ৩৩ কোটিতে। ধারণা করা হচ্ছে, তৃতীয় দিনেই সিনেমাটি পেরিয়ে গেছে অর্ধশত কোটির মাইলফলক। 

বক্স অফিসের খবর অনুযায়ী রবিবার ‘বাঘি থ্রি’ আয় করেছে ১৯-২০ কোটি রুপি। প্রথম সপ্তাহান্তে অর্থাৎ মুক্তির মাত্র তিনদিনেই এর আয় দাঁড়ালো প্রায় ৫৩ কোটি রুপি। 

২০২০ সালের সবচেয়ে বৃহৎ পরিসরে মুক্তি পেয়েছে ‘বাঘি থ্রি’। হিন্দিবলয়ে মোট ৪৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এছাড়া তামিল নাড়ুতে ১০০ পর্দায় এবং কেরালায়ও ১২০ পর্দায় দেখানো হচ্ছে টাইগারের দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা।

‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সিনেমারই প্রারম্ভিক আয় ছিলো চোখ ধাঁধানো। ‘বাঘি’ মুক্তি পেয়েছিলো ২৭৫০টি সিনেমা হলে, প্রথম দিনের আয় ছিলো প্রায় ১২ কোটি রুপি। ৩৫০০ বড় পর্দায় ‘বাঘি টু’ মুক্তি পেয়েছিলো ‘গুড ফ্রাইডে’তে। সেটির প্রথম দিনের আয় ছিলো ২৫ কোটি রুপি। এবার ‘বাঘি থ্রি’ ৪৩০০ পর্দায় মুক্তি পেয়ে প্রথম দিনে আয় করেছে সাড়ে ১৭ কোটি রুপি।

অ্যাকশনে ভরপুর সিনেমাটিতে টাইগার ছাড়াও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোখান্দে, রিতেশ দেশমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //