অবশেষে ভাঙলো শাহরুখ-সানির অভিমান!

দীর্ঘ ১৬ বছর পর অভিমান ভেঙে বলিউড অভিনেতা সানি দেওলের সঙ্গে কথা বলেছেন শাহরুখ খান। ‘ডর’ ছবির শুটিং থেকেই দুজনের মতবিরোধের সূত্রপাত হয়েছিলো। 

প্রযোজক আলি ও করিম মোরানির কাছ থেকে ১৯৯৩ সালের ছবি ‘দামিনী’র স্বত্ব কেনা ছিলো শাহরুখের রেড চিলিজ় এন্টারটেনমেন্টের। সেই ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল, মীনাক্ষী শেষাদ্রী, ঋষি কাপুর প্রমুখ।

ছেলে করণ দেওলের সঙ্গে সেই ছবির রিমেক করতে চান সানি, এই খবর পাওয়া মাত্র শাহরুখ নিজে থেকেই ছবির স্বত্ব সানিকে দিয়ে দেন।

‘ডর’-এ শাহরুখের খলচরিত্রকে গ্লোরিফাই করা নিয়ে পরিচালক যশ চোপড়ার কাছে আপত্তি জানিয়েছিলেন ছবির নায়ক সানি। শুটিং চলাকালেও সানি-শাহরুখের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত ছিলো। 

সানিকে শাহরুখের ছুরি মারার দৃশ্যের প্রতিবাদ করে যশ চোপড়াকে সানি বলেন, ‘‘একজন কম্যান্ডোকে কীভাবে এক সাধারণ ছেলে ছুরি মেরে ঘায়েল করতে পারে?’’

যদিও সানির কোনো কথাই শোনেননি পরিচালক। সেই সময়ে সেটেই রেগে যান সানি। তারপর থেকেই শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটে। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //