সুশান্তের মৃত্যুর আগের ৬ মাসের টুইট ডিলিট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদঘাটনে চলছে পুলিশি তদন্ত। সেই জেরেই পুলিশের হাতে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তবে গলায় ফাঁস দেয়ার ফলে দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের। চূড়ান্ত ময়না তদন্তের রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

তবে সুশান্ত সিং রাজপুত টুইটারে কী পোস্ট করেছেন গত ৬ মাস ধরে, তার কোনো হিসেব মেলেনি। অর্থাৎ, মৃত্যুর আগে সুশান্ত সিং রাজপুত টুইটারে যা যা পোস্ট করেছেন, তা সব ডিলিট করে দেয়া হয়েছে বলে মনে করেছে পুলিশ।

জানা যাচ্ছে, মৃত্যুর আগে গত ৬ মাস ধরে সুশান্ত সিং রাজপুত নিজের টুইটার হ্যান্ডেলে যা যা পোস্ট করেছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে শেষ টুইট দেখা গেছে সুশান্তের। যা দেখেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

ডিসেম্বর মাসে টুইটের পর কি সুশান্ত আর কোনো টুইট করেননি, সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই কারণেই গত ৬ মাসে সুশান্ত কী কী টুইট করেছেন, তার রিপোর্ট টুইটার কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠিয়েছে পুলিশ।

এদিকে সুশান্তের মৃত্যুর পর তাঁর বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী, বন্ধু সিদ্ধার্থ পিটানি, রোহিনী আইয়ারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //