প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য হোয়াইট টাইগার’

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া তার ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন ‘মিসিং হোম’। তিনি কাজের জন্য লস এঞ্জেলেসের বাইরে গিয়ে এর মধ্যেই হোমসিক হয়ে পড়েছেন। 

সেখানে প্রিয়াঙ্কা তার ভাতিজি এসকে কৃষ্ণার সাথে একটি ছবি শেয়ার করেছেন। 

দ্য হোয়াইট টাইগারের প্রমোশনের কাজে ব্যস্ত প্রিয়াঙ্কা বর্তমানে ইউরোপে রয়েছেন। প্রিয়াঙ্কা তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, সম্প্রতি বেশ কয়েক মাস পর তিনি কাজের জন্য লস এঞ্জেলেসের বাইরে গিয়েছেন। যা তাকে ইতিমধ্যে হোমসিক করে দিয়েছে।

প্রিয়াঙ্কা লিখেছেন ‘মিসিং হোম’ বিশেষ করে তার ভাতিজি কৃষ্ণাকে খুব মিস করছেন তিনি। যেমনটি তার শেয়ার করা ছবিতে দেখা যায়। 


কাজে নিমগ্ন প্রিয়াঙ্কা সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা নেটফ্লিক্সের চলচ্চিত্র দ্য হোয়াইট টাইগারে তার অভিনীত চরিত্র পিংকি ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। দ্য হোয়াইট টাইগার চলচ্চিত্রটি অরবিন্দ আদিগার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ও সিনেমটি প্রযোজনা করেছেন ইরানি-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা রামিন বাহরানি ও চলচ্চিত্রটি পরিচালনাও তিনিই করছেন।

তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন, দ্য হোয়াইট টাইগারে আমি পিংকি ম্যাডামের চরিত্রে অভিনয় করেছি, যিনি যুক্তরাষ্ট্র অভিবাসীদের ফার্স্ট জেনারেশন। তিনি তার স্বামীর সাথে ভারতে থাকেন ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ করছেন। আর তারপর... জীবন বদলে যায়! গল্পে পিংকি ম্যাডাম এমন একটি বিশেষ চরিত্র যাতে অভিনয় করাটা বেশ আনন্দের ছিল। এটি এমন একটি গল্প, যা বলা দরকার ও রামিনের হাতে গল্পের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে। দ্য হোয়াইট টাইগার বিশ্বব্যাপী খুব দ্রুত নেটফ্লিক্সে আসছে।

গত সপ্তাহে প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে ‘ইউরোপ সামহোয়্যার’ থেকে চেক ইন দিয়েছেন ও তার স্টোরিতে তিনি বলেছেন যে, কোয়ারেন্টিন পিরিয়ড শেষ করে কাজে যোগ দিয়েছেন।

প্রিয়াঙ্কার হাতে মুক্তির অপেক্ষায় রয়েছে অনেক চলচ্চিত্র। হোয়াইট টাইগার ছাড়াও তার হাতে রয়েছে নেটফ্লিক্সের সুপারহিরো চলচ্চিত্র উই ক্যান বি হিরোস ও কৌতুক অভিনেত্রী মিন্ডি কেলিঙের সাথে একটি চলচ্চিত্র। জানা গেছে, তিনি ম্যট্রিক্স-৪ চলচ্চিত্রটির অভিনেত্রী হিসেবেও রয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //