ক্রিসমাসে মুক্তি পাবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’

আমির খান ও কারিনা কাপুর জুটিকে পর্দায় শেষ দেখা গেছে ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ সিনেমায়। এবার দুজন জুটি বেঁধেছেন লাল সিং চাড্ডায়। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে এ বছর ক্রিসমাসে। এমনটাই জানালেন লাল সিং অর্থাৎ আমির খান।

পরিচালক অদ্বৈত চন্দন হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪) এর অনুকরণে নির্মাণ করেছেন। 

লাল সিং ছবির শুটিং শুরু হয় ২০১৯ এ। ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। কিন্তু করোনার জন্যে তা হয়ে ওঠেনি। 

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও দেখা গেছে সেখানে আমির খান এবং তার স্ত্রী কিরণ রাও লাল সিং চাড্ডা নিয়ে কথা বলছেন। ভিডিওতে আমির জানিয়েছেন, ‘আশা করছি এই বছরের শেষেই মুক্তি পাবে লাল সিং চাড্ডা।’ তিনি আরো বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি এখন কি পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বছরের শেষেই সিনেমা হলে মুক্তি পাবে লাল সিং।’

করোনা পরিস্থিতিতে নানা সমস্যার কথা জানালেন আমির। তার উপর কারিনার সেই সময় মা হতে চলেছিল। সব কিছু মিলিয়েই শুটিং ছিল তাদের কাছে বেশ ঝামেলার। কারিনা প্রসঙ্গে তিনি মজার ছলে বলেছেন, ‘সারা বিশ্ব যখন করোনার সঙ্গে লড়ছিল তখন আমরা করোনা এবং কারিনার দুজন কেই সামলাচ্ছিলাম। ওই সময়ই কারিনা গর্ভবতী হয়। ফলে আমাদের কাজের গতির অনেক পরিবর্তন করতে হয়েছে।’

আমির খান জানান, প্রিয় অভিনেতা টম হাঙ্কসের চরিত্র করতে পেরে বেশ খুশি হয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ‘ফরেস্ট গাম্প শুরু হয় একটি পালক দিয়ে, পালকটি ভেসে আসছে আকাশ থেকে এবং এটি লোকের কাঁধের উপর দিয়ে, গাড়ির উপর দিয়ে চলে যায়। বাতাসের গতি সেটিকে এদিক ওদিক নিয়ে যায়। ছবির পরিচালক অদ্বৈত চন্দন এবং আমি প্রায়ই মজা করে বলি, আমরা ছবিটি যখন থেকে করার কথা ভেবেছি তখন থেকেই আমাদের জীবন ওই পালকটির মত হয়ে গেছে। বাতাস আমাদের এদিক ওদিক ঠেলে দিয়েছে এবং আমরা প্রবাহিত হয়েছি।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //