ট্রোলের কী জবাব দিলেন নাক উঁচু কিয়ারা

সদ্য মুক্তি পেয়েছে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ছবি 'শের শাহ'। তার স্ক্রিন টাইম কম হলেও, প্রশংসিত হয়েছে কিয়ারার অভিনয়। ফলে সাফল্যের মিষ্টি স্বাদে মজে আছেন নায়িকা। 

এরই মধ্যে আগামীদিনে কিয়ারাকে দেখা যাবে আরবাজ খানের টক শো পিঞ্চ সিজন ২-এ। বিন্দাস আড্ডার মাঝেই উঠে আসে ট্রোলিং প্রসঙ্গ। তাকে যে নাক উঁচু বলা হয়, তাতে কী প্রতিক্রিয়া হয় তার। এই সব কিছু নিয়েই খোলামেলা কথা বললেন কিয়ারা

তাকে যে বার বার নাক উঁচু বলা হয়, কেমন লাগে? কিয়াারার সোজাসাপটা জবাব, ‘আরে ভাই এমনি এমনি তো আর কোনো ছবি হাতছাড়া করি না। নিশ্চয় তার পিছনে কোনো কারণ থাকে। আর মানুষ আগুপিছু কিছু না ভেবেই সেলেব্রিটিদের সম্পর্কে উপসংহার টেনে ফেলেন।


পিঞ্চ সিজন ২-র প্রমোতে উঠে আসে শোয়ের আরো এক অংশের ঝলক যেখানে আরবাজ খান এক নেটিজেনের কমেন্ট পড়ে শোনান। নেটিজেনের কিয়ারাকে পরামর্শ আগামীদিনে তিনি যেন আর অক্ষয় কুমারের সাথে অভিনয় না করেন। এই কমেন্ট শুনে কিয়ারা বলেন, অনলাইনে যা প্রকাশিত হয়, তার সবটাই সিরিয়াসলি নেয়ার কোনো প্রয়োজন নেই। 

একইসাথে তিনি স্বীকার করেন, মাঝে মধ্যে ট্রোলিংয়ের প্রভাব তার উপরেও পড়ে। আহত হন তিনিও। কিয়ারার বক্তব্য এক্ষেত্রে খুবই স্পষ্ট, ‘সবার প্রতি রেসপেক্টফুল হওয়া খুবই প্রয়োজন। একটা কথা বুঝতে হবে প্রত্যেকেরই ইমোশন আছে। জেনে বুঝে কাউকে আঘাত দেয়ার কোনো মানে নেই।’


একটা সময়ে জোর গুঞ্জন উঠেছিল কিয়ারা নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। আরবাজের কথা শুনে হেসে ফেলেন তিনি, বলেন, ‘গুজব এমনই ছড়িয়েছিল, যে আমার নিজের মনেই সংশয় দেখা দিয়েছিল!’ 

‘শের শাহ’ ছবিটি তৈরি হয়েছে কার্গিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের সত্যি ঘটনা অবলম্বনে। ছবিতে ক্যাপ্টেন বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ ও তার বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা। 

সম্প্রতি কিয়ারার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ছবি শের শাহ দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন নায়িকা যে ছবি দেখতে দেখতে কেঁদেও ফেলেন।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মলহোত্রা

ছবির শ্যুটিং শেষ হওয়ার পর ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারের সাথে দেখা করেন কিয়ারা। একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘যখন আমি ক্যাপ্টেন বাত্রার পরিবারের সাথে দেখা করি, ওরা বলেন- আমি নাকি একেবারেই ডিম্পল চিমার মতো। তাদের এই কথা আমাকে আবেগে অভিভূত করে দেয়।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //