‌শার্লিনের বিরুদ্ধে এবার মানহানির মামলা রাজ-শিল্পার

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছিলেন শার্লিন চোপড়া। এর তিনদিন পর শার্লিনের বিরুদ্ধে মানহানি মামলা করলেন রাজ ও শিল্পা। একইসঙ্গে দাবি করলেন ৫০ কোটি রুপিও।

রাজ-শিল্পার আইনজীবী জানিয়েছেন, তাদের বিরুদ্ধে শার্লিন যে অভিযোগগুলো এনেছেন, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। রাজের কোনও অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন না শিল্পা। তাদের ভাবমূর্তি নষ্ট করার ভয় দেখিয়ে টাকা পেতে চাইছিলেন শার্লিন।

গত ১৪ অক্টোবর শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে জুহু থানায় এফআইআর দায়ের করেছিলেন শার্লিন। এতে নাম ছিল শিল্পারও। তাদের বিরুদ্ধে মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন শার্লিন। 

শার্লিন

তিনি জানিয়েছিলেন, ‘আমি রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি । তিনি আমার উপর যৌন নির্যাতন করেছেন, পাশাপাশি আমাকে ঠকিয়েছেন ও হুমকিও দিয়েছেন।’ 

এই এফআইআর দায়েরের পরেই শার্লিনের বিরুদ্ধে মামহানির মামলা ঠুকে দিলেন রাজ ও শিল্পা। ইতিমধ্যেই শার্লিনকে নোটিস পাঠিয়েছেন শিল্পা ও রাজের আইনজীবী। সেখানে ক্ষমা চাওয়ার পাশাপাশি ৫০ কোটি রুপি মানহানির জন্য দাবি করা হয়েছে। 

নোটিসে আরও বলা হয়েছে, জনসমক্ষে কোনও মানুষের সম্মানহানি করা ঠিক নয়। যেখানে হাতে সঠিক তথ্যপ্রমাণ নেই। আর গোটা অভিযোগটাও ভুয়া ও ভিত্তিহীন। রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির মানহানি এবং তাদের থেকে টাকা পাওয়াই তার প্রধান লক্ষ্য। ‌শার্লিন চোপড়া শিল্পা শেঠীর নাম এই সবকিছুর মধ্যে টেনে এনে মিডিয়া অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন। বিতর্ক তৈরি করছেন। এই সব অভিযোগ শার্লিন চোপড়ার মন গড়া। তার নিজের নামেই নোডাল সাইবার পুলিশ স্টেশনে মামলা রয়েছে। আমরা শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছি।’

রাজ ও শিল্পা

এটা ঘটনা, কিছুদিন আগেই পর্নোগ্রাফি মামলায় রাজের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন শার্লিন। এমনকি শার্লিনের পক্ষ না নেয়ায় শিল্পার উপরও চটেছিলেন শার্লিন। রাজের নামে একটি এফআইআর করেছিলেন তিনি। যেখানে শার্লিনের দাবি ছিল রাজ তার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। নিজেকে বাঁচাতে সেই সময় নাকি বাথরুমে আশ্রয় নিতে হয় তাকে। সঙ্গে শার্লিনের দাবি ছিল, সেই সময় রাজ জানিয়েছিলেন শিল্পার সঙ্গে তার সম্পর্ক ভাল নয়। 

শার্লিন দাবি করেছিলেন, তিনি চান যে সব নিরীহ মেয়েকে দিয়ে জোর করে পর্ন ছবিতে অভিনয় করানো হয়েছে, তারা ন্যায়বিচার পাক। দোষীর শাস্তি হোক। 

শার্লিন

প্রসঙ্গত জামিনে মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ বাদেই নিজেদের আইনজীবী মারফত একটি যৌথ আইনি বিবৃতি দেন শিল্পা ও রাজ। এতে বলা হয়েছিল, ‘জনসমক্ষে আমাদের বিরুদ্ধে শার্লিন চোপড়া যা বলবেন তা মানহানি হিসেবেই ধরা হবে এবং সেটা করে আদালতের নির্দেশের অবমাননা করবেন। মন্তব্যের জন্যে শার্লিন চোপড়াকে আইনি জটিলতায় পড়তে হবে।’ 

গত ১৯ জুলাই পর্ন বানানো ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার জন্য রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। এর দুই মাস পর গত ২০ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //