চীনে মুক্তি পাবে সুশান্তের ছবি

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা 'ছিছোড়ে' মুক্তি পেতে যাচ্ছে চীনে।

আগামী বছর জানুয়ারি মাসের ৭ তারিখে চীনের ১০০টি শহরের প্রায় ১১ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 'ছিছোড়ে' সিনেমার মুক্তির তথ্য ইনস্টাগ্রামে জানিয়েছেন নির্মাতা নিতেশ তিওয়ারি।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্তর অপমৃত্যু হয়। সেদিন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা।

২০১৯ সালেসেপ্টেম্বর ভারতজুড়ে মুক্তি পায় সুশান্তের এই সিনেমাটি। সেই সময় নিজের সিনেমা নিয়ে প্রচারণায় ছিলেন সুশান্ত।

সিনেমাটি প্রথম সপ্তাহেই সাত কোটি রুপি আয় করে।

সুশান্তের প্রয়াণের প্রায় দেড় বছর পরে সিনেমাটি চীনের প্রেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে পরিচালক নিতেশ তিওয়ারি অ্যানাগ্রাম স্ট্যাটাসে লিখেছেন, ‘এক্সক্লুসিভ... 'ছিছোড়ে' চীনে মুক্তি পাচ্ছে। 'ছিছোড়ে' দর্শকদের হৃদয় জয় করে নেওয়া সিনেমা।জানুয়ারি থেকে এক শহরের ১১ হাজার পর্দায় প্রদর্শিত হবে।

তিনি আরও লিখেছেন, ফক্স স্টার স্টুডিওর এই সিনেমাটিতে সুশান্ত ছাড়াও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মাসহ অনেকে।

'ছিছোড়ে' কয়েকজন কলেজছাত্রের ছাত্রজীবন ও তাদের মধ্যবয়সের গল্প নিয়ে তৈরি। গত বছর 'ছিছোড়ে' সেরা সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নেয়। সিনেমাটি পরিচালক নিতেশ তিওয়ারি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার হাতে এই বছর পুরস্কার তুলে দেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //