ব্যস্ত জীবনে সন্তান পালনে সার্বক্ষণিক সহকারী রাখেন বলিউডের তারকারা। এজন্যে তাদেরকে দিতে হয় মোটা অংকের বেতন। সম্প্রতি বলিউডের তারকা-সন্তানদের লালন পালনের খরচ জানাল ভারতীয় গণমাধ্যম।
কারিনা কাপুর-সাইফ আলি খানের দুই পুত্রকে সামলান এক ২৬ বছরের তরুণী, যার নাম সাবিত্রী। তৈমুরকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর থেকেই সঙ্গে আছেন তিনি। তারপর ছোট ছেলে জহাঙ্গীরের জন্মের পর তারও দেখভাল করেন সাবিত্রী। খুব স্বাভাবিকভাবেই, তিনিও এখন খান পরিবারেরই একজন। পারিশ্রমিক দেড় লাখ রুপি তো হবেই!
শহিদ কাপুর এবং মীরা রাজপুতের দুই সন্তান মিশা আর জৈনের দেখাশোনা করেন আর এক তরুণী, যিনি কারিনার বাড়িতেই আগে ন্যানি হিসেবে কাজ করতেন। শহিদ আর মীরা তাকে মাস গেলে মাইনে দেন ৮০ হাজার রুপি।
তবে সবাইকে ছাপিয়ে গেছিলেন আমির খান এবং কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খানের ন্যানি। বছরে তার উপার্জন ছিল আড়াই কোটি রুপি। তবে আজাদ এখন ১০ বছরের ছেলে। তার ন্যানির প্রয়োজন ফুরিয়েছে। কিন্তু পেশা হিসেবে তারকা সন্তানদের লালন করা যে নেহাত মন্দ ব্যাপার নয়, সে কথাই অনেকে বলাবলি করছেন আজকাল।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh