বর্তমান বলিউডের ফ্যাশন আইকন ও উঠতি নায়িকা উরফি জাভেদ। যদিও বলিউডের প্রথম সারির কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবুও নিজের ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে আলোচনা সমালোচনায় থাকে উরফি। কখনো সেফটিপিন কখনো মোবাইল দিয়ে খোলামেলা পোশাক তৈরি করে পরিধান করে সহসাই ঘুরে বেড়ান এ অভিনেত্রী। এতে কে কি বললো, এ নিয়ে মাথাব্যাথা নেই তার।
তবে এ চটেছে উরফি। সম্প্রতি চিত্রা বনাম উরফির ‘যুদ্ধ’ শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উরফির বিরুদ্ধে ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রে বিজেপির মহিলা মোর্চার সভাপতি চিত্রা। এমনকি, তার গ্রেপ্তারির দাবিও করেছেন। তবে তার পাল্টা হিসাবে ‘গান্ধীগিরির’ পথে হেঁটেছেন উরফি।
একটি পিঠখোলা পোশাকে খোদ চিত্রাকে ট্যাগ করে ‘আই লভ ইউ’ লিখে বসেন তিনি। এবার ‘গান্ধীগিরি’ ছেড়ে মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ করে দিলেন তিনি।
গতকাল শুক্রবার চিত্রার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহারাষ্ট্রের মহিলা কমিশনে পৌঁছান তিনি। কমিশনের চেয়ারপার্সন রূপালি চাকণকরের সাথে দেখা করার পর উরফির দাবি, চিত্রার মন্তব্যে তার ওপর হামলায় উস্কানি রয়েছে।
তার আইনজীবী নিতিন সাতপুতের দাবি, চিত্রা ওয়াঘের বিরুদ্ধে উরফি জাভেদকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ক্ষমতাসীন দলের এক সদস্য যখন এই হুমকি দিচ্ছেন, তার অর্থ এতে সরকারের সমর্থন রয়েছে। এ ধরনের মন্তব্যে উরফির ক্ষতি হতে পারে। উরফিকে নিয়ে যাতে এ ধরনের মন্তব্য না করেন, সে জন্য চিত্রার বিরুদ্ধে মুম্বাই পুলিশের দ্বারস্থ হব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বলিউড উরফি জাভেদ লাইফ স্টাইল ফ্যাশান বিজেপি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh