ক্যারিয়ার নয় সবার আগে আমার মেয়ে: আলিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ২০১২ সালে বলিউডে অভিষেক হয় এ নায়িকার। তারপর পেছন ফিরে দেখতে হয়নি তাকে। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আলিয়া।

আলিয়া ভাট। ছবি: ইন্টারনেট

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা মুক্তির পরে তার ক্যারিয়ারে উন্নতির মাত্রা দ্বিগুণ হয়েছে। গত বছর হলিউডেও কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। এর মাঝে সবচেয়ে আনন্দের খবর রাহা অর্থ্যৎ আলিয়ার মেয়ের জন্ম।

কয়েক মাস আগেই মা হয়েছেন আলিয়া। মেয়ের নাম রেখেছেন রাহা। নতুন মা হওয়ার ব্যস্ততা সামলে ধীরে ধীরে কাজে ফিরছেন আলিয়া।

আলিয়া ভাট। ছবি: ইন্সটাগ্রাম

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান হাজির হয়েছিলেন। সেখানে মেয়ে রাহা ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা জবাব দিয়েছেন এই বলিউড নায়িকা। 

এদিনের অনুষ্ঠানে আলিয়াকে প্রশ্ন করা হয়, মেয়ে রাহা আসার পর তাঁর ক্যারিয়ারের গতি কী ধীর হয়ে গেছে? 

আলিয়া বলেন, ‘আমার জীবনে এই মুহূর্তে সবার আগে আমার মেয়ে। আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু আপনারা বলতে পারেন যে আমার প্রথম ভালোবাসা সিনেমা আর কাজ, আর তাই আমি চেষ্টা করব।

আলিয়া ভাট। ছবি: ইন্সটাগ্রাম

আলিয়াকে এই প্রশ্ন করা হলে সবার প্রথমে বরুণ তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘তার (আলিয়া) ক্যারিয়ার কখনোই ধীর হতে পারে না।’

এদিনের অনুষ্ঠানে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’-এর সফলতার প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার মনে হয়, একটা ছবির অন্য আরেকটা ছবির রেকর্ড ভাঙা উচিত। আমি সত্যি খুব খুশি।’ এই বলিউড তারকা আরও বলেছেন, ‘পাঠান’ শুধু ব্লকবাস্টার নয়, ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্লকবাস্টার। এই সময়ের জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমি প্রার্থনা করছি যে এ রকমই যেন চলতে থাকে আর চলতেই থাকে।’ এই প্রসঙ্গে বরুণ বলেছেন, ‘আমরা শুধুই কৃতজ্ঞ নই, এই সাফল্য আমাদের সবার জন্যই প্রেরণাদায়ক।’

আলিয়া ভাট। ছবি: বলিউড হাঙ্গমা

বিনোদন দুনিয়া ঘিরে নেতিবাচক ও আক্রমণাত্মক মন্তব্যের বিষয়ে আলিয়া বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে আমরা প্রতিদিন কাজ করতে পারছি আর নিজেদের স্বপ্নের মধ্যে বেঁচে আছি। আমরা যত দিন আমাদের দর্শকদের বিনোদন দেব, তাঁরা যা খুশি তা-ই বলতে পারেন। আমাদের লক্ষ্য শুধু ভালো ভালো কাজ করে যাওয়া।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //