দারুণ সুখবর
অনেক আগেই বলিউডে অভিষেক হলেও নায়িকা হিসেবে তেমন একটা দেখা যায়নি নোরাকে। তবে যেটুকু সময় পর্দায় তাকে দেখা যায়, মনোমুগ্ধকর নাচ আর সৌন্দর্যে মাতিয়ে থাকে দর্শক। আইটেম ডান্সার হয়েই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন নোরা। তবে এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে নোরা।
জানা গেছে, বলিউড নায়ক তথা চিত্রনির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্টের আগামী ছবির নায়িকা নোরা। ছবির নাম ‘মডগাঁও এক্সপ্রেস’। এই ছবির মাধ্যমে আরও একটি চমক দিতে চলেছেন ফারহান। ‘মডগাঁও এক্সপ্রেস’ পরিচালনা করবেন নায়ক কুনাল খেমু। সবকিছু ঠিকঠাক এগোলে এই ছবির মাধ্যমেই কুনালের অভিষেক হবে পরিচালক হিসেবে। তার মানে কুনালের পরিচালনায় নোরাকে অভিনয় করতে দেখা যাবে।
এই প্রসঙ্গে নোরা বলেন, শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে চাই। আমি অভিনয়টাও যে পারি, সেটাও সবাইকে দেখাতে চাই। সেই সঙ্গে অভিনয়ের জন্য নিজের হিন্দি ভাষা আরও ভালোভাবে আয়ত্ত করছেন বলেও জানিয়েছেন তিনি।
অভিনেত্রী আরও বলেন, এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমি। এ ছাড়া চলতি বছর আমার আরও দু-তিনটি ছবির ঘোষণা আসবে। সেগুলোতেও ছবির মূল চরিত্রে অভিনয় করব।
প্রসঙ্গত, কমেডি ঘরানার ‘মডগাঁও এক্সপ্রেস’ ছবিতে নোরা ছাড়াও অভিনয় করেছেন, অবিনাশ তিওয়ারি, প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। এ বছরই ছবিটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh