মাকে স্মরণ করে জাহ্নবীর আবেগপূর্ণ পোস্ট

বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন তিনি। তবে বাবা মায়ের ক্ষমতায় নয় পরিশ্রম ও অভিনয় প্রতিভায় বলিউডে নিজের আসন পাকা করেছেন এ অভিনেত্রী।

 জাহ্নবী কাপুর। ছবি: ইন্সটাগ্রাম

জাহ্নবী তাঁর প্রথম চলচ্চিত্র ‘ধড়ক’-এ কাজ করছিলেন যখন, তখনই না-ফেরার দেশে চলে যান শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ের এক হোটেলে বাথটাবে ডুবে মারা যান তিনি। 

শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগে মাকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। 

ইন্সটাগ্রামে  জাহ্নবী কাপুরের পোস্ট।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর লিখেছেন, ‘আমি এখনো তোমাকে সব জায়গায় খুঁজি মা, এখনো আমি যা করি, তা এই আশাতে করি যে তোমাকে গর্বিত করব। আমি যেখানেই যাই, এবং যা কিছু করি, তা তোমার সাথেই শুরু এবং তোমার সাথেই শেষ হয়।’

বাবা, মা ও বোনের সাথে জাহ্নবী।

এর আগেওএকটি ইন্টারভিউতে জাহ্নবী কাপুর মায়ের স্মৃতিচারণ করে বলেন,‘মায়ের মৃত্যুর পরদিন থেকে প্রতিদিন আমার সাথে তার কথা হয়। প্রতিদিন আমি মাকে দেখতে পাই। কথা বলি। কথাগুলো পাগলামি শোনালেও এটাই সত্যি। গতরাতেও কি বলেছিল, তা আমি স্পষ্ট জানি।’

শ্রীদেবীকে শেষবার ২০১৭ সালে সালের ‘মম’ ছবিতে দেখা গিয়েছিল এবং ২০১৮ সালের ‘জিরো’ ছবিতে মরণোত্তর ক্যামিও ছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //