গত ৯ মার্চ ভোরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘তেরে নাম’ খ্যাত নির্মাতা সতীশ কৌশিক। এখনও তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি বলিউড। এরইমধ্যে প্রকাশ্যে আসছে নানা তথ্য।
অসুস্থ সতীশকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার ম্যানেজার সন্তোষ। যাওয়ার পথে গাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন নির্মাতা। মর্মান্তিক সেই মুহূর্তে কি বলেছিলেন সতীশ, সেটিই জানালেন সন্তোষ।
ম্যানেজারের ভাষ্য, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার (সতীশ)। তিনি আমার কাঁধে মাথা রেখেছিলেন। বাঁচার তাগিদে বারবার চালককে বলেন, ‘দ্রুত হাসপাতালে নিয়ে চলো আমায়।’ রাস্তা ফাঁকা থাকায় মাত্র আট মিনিটেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন।
সন্তোষ আরও জানান, তিনি (সতীশ) আমার কাঁধে মাথা রেখে বলেন, ‘সন্তোষ, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও। আমি বংশিকার (কন্যা) জন্য বাঁচতে চাই। মনে হচ্ছে, আমি বাঁচব না। শশী (স্ত্রী) আর বংশিকার খেয়াল রেখো।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন সতীশ কৌশিক। এরপর ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো আরও বেশ কিছু জনপ্রিয় সিনেমা পরিচালনা করেন তিনি। তবে সালমান খান অভিনীত ‘তেরে নাম’ সিনেমার মাধ্যমে পরিচিতি বাড়ে সতীশের। শুধু পরিচালক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও জায়গা তৈরি করেছিলেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’-তে ক্যালেন্ডারের চরিত্রে তার অভিনয় এখনও সিনে-অনুরাগীদের মনে দাগ কেটে আছে। আশি ও নব্বইয়ের দশকের একাধিক সিনেমার পাশাপাশি সাম্প্রতিক সময়ের ‘বাঘি ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো সিনেমাতেও অভিনয় করেছেন সতীশ কৌশিক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সতীশ কৌশিক বলিউড অভিনেতা নির্মাতা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh