জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর। আর সেই অনুষ্ঠানেই হাজির হয়ে আকর্ষণীয় সাজে সবার নজর কাড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সোমবার (১৩ মার্চ) সকালে বসেছিল বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের আয়োজন। অনুষ্ঠানে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী! অস্কারের মঞ্চে কালো রঙের পোশাকে অভিনেত্রীর নজরকাড়া লুক মুগ্ধ করেছে দর্শকদের।
দীপিকার পরনে ছিল লুই ভিতোঁর কালো রঙের কাঁধখোলা বল গাউন, হাতে কালো গ্লাভস, হীরার ব্রেসলেট ও আংটি। সেই সঙ্গে গলায় পরেছিলেন কার্টিয়ার সংস্থার হীরার নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। চুলে মেসি বানেই দীপিকার সাজ ছিল অনন্য! হালকা মেকআপে ঠিক যেন আশির দশকের হলিউডের অভিনেত্রীর নজরকাড়া বেশ।
অস্কারের মঞ্চে দীপিকা উঠেছিলেন নির্মাতা রাজামৌলির সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সবাইকে। ভীষণ হাসি মুখে ‘নাটু নাটু’ গানের অগাধ প্রশংসা করেন তিনি!
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh