মাধুরীকে পতিতা বলায় আইনি নোটিশ

আমেরিকান সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’-এর একটি পর্বের জন্য ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন মিঠুন বিজয় কুমার নামের এক রাজনৈতিক বিশ্লেষক। তিনি দাবি করেছেন যে, এটি বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে বোঝাতে পতিতার মতো ‘অপমানজনক শব্দ’ ব্যবহার করেছে।

আইনি নোটিশে, মিঠুন বিজয় কুমার দাবি করেন যে, স্ট্রিমিং জায়ান্ট ‘বিগ ব্যাং থিওরি’-র সিজন ২-এর প্রথম পর্বটি সরিয়ে ফেলুক যেখানে কুনাল নায়ারের চরিত্র রাজ কুথরাপল্লি এবং জিম পারসন্সের চরিত্র শেলডন কুপার ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিতের মধ্যে তুলনা করেছে।

প্রশ্নের মুখে থাকা দৃশ্যে, শেলডন কুপারের চরিত্রে অভিনয় করা জিম পারসন্স ঐশ্বরিয়া রাইকে গরীবের মাধুরী দীক্ষিত বলে ডাকেন। তার মন্তব্যের জবাবে কুণাল নায়ারের অভিনীত চরিত্র রাজ কুথরাপল্লী উত্তর দেন, ‘মাধুরী দীক্ষিতের তুলনায় ঐশ্বরিয়া রাই একজন দেবী এবং মাধুরী একজন কুষ্ঠরোগীর মতো পতিতা।’

কুমার বলেছিলেন যে দুটি চরিত্রের মন্তব্যগুলো সবই অসম্মানজনক ও মানহানিকর। তিনি নেটফ্লিক্সকে এপিসোডটি সরাতে বলেছেন। তিনি জানিয়েছেন, অন্যথায় নারীর প্রতি বৈষম্য প্রচারের জন্য আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে। জানা গিয়েছে, মুম্বাইয়ে নেটফ্লিক্স-এর অফিসে নোটিস পাঠানো হয়েছে।

‘দ্য বিগ ব্যাং থিওরি’ তৈরি করেন চাক লোর ও বিল প্রাডি। ২০০৭ সালে আত্মপ্রকাশ করেছিল এই সিরিজ। ২০১৯ সালে ১২টি সিজনের পরে শেষ হয় এর যাত্রা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //