নেপালে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ ঘোষণা

নেপালে হিন্দি ছবি মুক্তি আর প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল রবিবার (১৮ জুন) নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহ তার টুইটার অ্যাকাউন্টে এক পোস্ট শেয়ার করেছেন।

এই পোস্টের মাধ্যমে তিনি শহরের সব প্রেক্ষাগৃহের মালিককে আদেশ দিয়েছেন যে আজ সোমবার (১৯ জুন) থেকে কোনো হিন্দি ছবি সেখানে মুক্তি পাবে না। আর মুক্তিপ্রাপ্ত সব হিন্দি ছবি প্রদর্শন বন্ধের আদেশ দিয়েছেন মেয়র।

তিনি টুইটের মাধ্যমে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। এর পাশাপাশি সব প্রেক্ষাগৃহে এ বিষয়ে তার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে।

বালেন শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সোমবার (১৯ জুন) থেকে কাঠমান্ডু মহানগর ক্ষেত্রে সব হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করা হবে। কারণ, ‘আদিপুরুষ’ ছবি থেকে আপত্তিজনক সংলাপ এখনো সরানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি তিন দিন আগেই ‘সীতা মাতা ভারতের কন্যা’ এই সংলাপটা সরাতে বলেছিলাম। এবিষয়ে তিন দিনের বিজ্ঞপ্তি জারি করেছিলাম। ‘আদিপুরুষ’ ছবির এই সংলাপ না সরিয়ে প্রদর্শন করলে আমাদের রাষ্ট্রের আর সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //