১২ বছর পর মুখ খুললেন কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাইফ আলি খানের সঙ্গে ২০১২ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাইফের থেকে করিনা ১০ বছরের ছোট। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় দু’জনকে। বিয়ের প্রায় ১২ বছর পর এই বিতর্ক নিয়ে মুখ খুললেন কারিনা।

অভিনেত্রীর মতে, বয়সের এতখানি তফাতই নাকি সম্পর্কের জাদু ধরে রাখে। শুধু তা-ই নয়, কারিনার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাইফ যেন আরও বেশি সুন্দর হচ্ছেন। জানিয়েছেন, বয়সের এই তারতম্যের জন্য তিনি খুশি। বরং ভয় পাওয়ার কথা নাকি সাইফের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমার কাছে বয়সটা একেবারেই ভাবনার বিষয় নয়। সাইফ আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। কে বলবে ওর বয়স ৫৩। ওর থেকে ১০ বছরের ছোট বলে আমি খুশি। আসলে সাইফেরই খানিক চিন্তায় থাকা উচিত, আমার নয়। বয়স নয় বরং পারস্পরিক শ্রদ্ধাটাই আসল।’

অভিনেত্রী আরও বলেন, ‘ধর্ম নিয়ে অনেক ধরনের আলোচনা হয় আমাদের মধ্যে। তবে এ ভাবেই তো এতগুলো বছর পেরিয়ে গেল। আমাদের সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা একে অপরের সঙ্গ ভালোবাসি। আসলে আমাদের সম্পর্কে ধর্ম কিংবা বয়সের মতো বিষয়গুলো কোনও প্রতিবন্ধকতা নয়।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //