জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সিমানা পেরিয়ে ওপার বাংলাতেও বাজিমাত করছেন তিনি। কলকাতার প্রথম শ্রেনীর অভিনেত্রীদের খাতায় তার নাম। সম্প্রতি মুক্তি পাওয়া ও তার অভিনীত ‘দশম অবতার’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। তার আগে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিও ব্যবসা সফল হয়েছে।
এদিকে বছরের শেষেরে দিকে নতুন চমক দেখাবেন তিনি। এ সময়ে মুক্তি পাবে তার অভিনীত বলিউড সিনেমা। গেল বছরে বলিউড মিশন শুরু করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। শুটিং শুরুর এক বছর পর এলো মুক্তির খবর। তবে ভারতের কোনো প্রেক্ষাগৃহে নয়, রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘করক সিং’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
ভারতের খ্যাতিমান নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে জানানো হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পাচ্ছে। জয়া আহসান ছাড়াও ‘কদাক সিং’ সিনেমায় প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh