বিয়ের আগেই শ্বশুর বাড়িতে সোনাক্ষী

আর মাত্র কয়েকটা, তারপরই বাজবে বিয়ের সানাই। আগামী ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন সোনাক্ষী সিনহা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবু দম্পতির বিয়ের নিমন্ত্রণের অডিও ক্লিপিং। 

জাহির-সোনাক্ষীর বিয়ে নিয়ে চর্চা শুরুর প্রথম দিকে শত্রুঘ্ন সিনহা সংবাদমাধ্যমের সামনে জানিয়েছিলেন, তিনি মেয়ের বিয়ের বিষয়ে আপাতত কিছু জানেন না। এ খবর সামনে আসতেই সোনাক্ষীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কমেডিয়ান সুনীল পাল। ১৬ জুন ফাদার্স ডে-তে বাবার সঙ্গে ছবি পোস্ট করে ফাদার্স ডে সেলিব্রেট করেছেন। তারপরই দেখা গেল হবু শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে আনন্দে মেতে থাকতে।

ভারতীয় সংবাদ মাধ্যমের জানানো হয়, বাবা দিবসে জাহিরের বাবার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে সোনাক্ষীকে। জাহিরের বাবার জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিলেন তিনি। এজন্য জাহিরের ঘরে ঢুকে পার্টির আয়োজন করেছিলেন এ অভিনেত্রী।

বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক ও বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। 

তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবর। সম্প্রতি সালমন খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির।




সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //