এবার হৃতিক রোশনের বাড়িতে উঠছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘স্ত্রী-টু’ সিনেমার বক্স অফিস সাফল্যের পর জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে শ্রদ্ধার।
ইনস্টাগ্রামে বেড়েছে ফলোয়ারের সংখ্যা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রিয়াংকা চোপড়ার মতো সেলিব্রেটিদের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন।
এমন পরিস্থিতিতেই এবার নিজের বাসভবন বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন শ্রদ্ধা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর সমুদ্রের কাছাকাছি একটি বাসভবন খুঁজছিলেন অভিনেত্রী দীর্ঘ সময় ধরেই।
নিজের পছন্দমতো বাড়ি খুঁজতে খুঁজতে অবশেষে অভিনেতা হৃতিকের বাড়ি মনে ধরেছে অভিনেত্রীর। মুম্বাইয়ের জুহু-তে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ির মালিক হৃতিক। আর এ বাড়িরই একটি ফ্ল্যাটের ভাড়া নিতে চলেছেন শ্রদ্ধা।
জানা গেছে, হৃতিকের এ বাড়িতে অনেক আগে থেকেই ভাড়া থাকছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, সাজিদ নাদিয়াদওয়ালার মতো অনেক বলি তারকা। তাই প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের কাছাকাছি থাকার পাশাপাশি অনেক বলি তারকাকে প্রতিবেশী হিসেবেও পেতে চলেছেন শ্রদ্ধা কাপুর।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হৃতিক রোশন শ্রদ্ধা কাপুর বলিউড বক্স অফিস সিনেমা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh