মা হওয়াতে খুশি নন রাধিকা আপ্তে!

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন তিনি। তার পর থেকেই মুম্বই টু লন্ডন উড়ে বেড়াতেন নায়িকা। একদিকে ক্যারিয়ার ও অন্যদিকে বিদেশি স্বামীকে নিয়ে সংসারও করতেন তিনি।

তবে কখনই রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। উল্টো যখনই রাধিকার বিয়ে নিয়ে কথা উঠত, অভিনেত্রী কিন্তু চুপটি করেই থাকতেন। তবে এবার এক সাক্ষাৎকারে তার মা হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন।

রাধিকা জানালেন, গর্ভে সন্তান এসেছে বিনা প্ল্যানে। তাই আনন্দে নেই তিনি। কয়েকদিন আগে ছবি পোস্ট করে সোজাসুজি ছবি পোস্ট বুঝিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। কিন্তু তার বিস্ফোরক মন্তব্যে অনুরাগীরা হতবাক হয়েছেন।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘একেবারেই প্ল্য়ান করে নয়। তাই এত সমস্যা হচ্ছে। সব সময় অস্বস্তি হচ্ছে, বমি বমি পাচ্ছে। মুড সুইং হচ্ছে। বিরক্ত লাগছে। তাই এই নিয়ে কোনো আনন্দ নেই আমার। সবাই বলত আমার সব সময়ে আনন্দে থাকা উচিত কারণ, আমি মা হতে চলেছি। তাদের বলতে চাই, আর তোমরা খুশি থাকতে বলছ!

রাধিকা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে কালো রঙে ইভনিং গাউন পরে রয়েছেন তিনি। স্পষ্ট হয়েছে তার বেবি বাম্প। তবে সেই পোস্টেও মা হওয়া নিয়ে কোনও খবর একটা শব্দও খরচ করেননি তিনি। এদিকে খুব শিগগির মুক্তি পাচ্ছে রাধিকার দুটি ইংরেজি ছবি ‘সিস্টর মিডনাইট’ ও ‘লাস্ট ডে’।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh