নব্বইয়ের দশকে যখন বলিউড কাঁপাচ্ছেন আমির খান, সালমান খান, অজয় দেবগন ও অক্ষয় কুমারের মতন সুপারস্টাররা, ঠিক তখন নিজের জায়গা করার জন্য মাঠে নেমেছিলেন শাহরুখ খান। বর্তমানে তিনি বলিউড কিং। বলিউডে নিজের যাত্রা শুরু করেছিলেন ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার হাত ধরে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারকাখ্যাতির পর থেকেই কিং খানের জন্মদিনে ভক্তরা অপেক্ষা করেন একঝলক তাকে দেখার জন্য।
এর মধ্যে বলিউডের কিং অব রোমান্স শাহরুখ পা রাখলেন ৫৯ বছর বয়সে। গত ২ নভেম্বর ছিল ‘শাহরুখ ডে’। এদিন দেখা দেন বলিউড বাদশাহ। প্রিয় তারকার দেখা পেতে জন্মদিনের মধ্যরাতে তার বাড়ি মান্নতের সামনে জড়ো হন হাজারো ভক্ত। এই দিনে প্ল্যাকার্ড, ফুল ও কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ শাহরুখ’ গগনভেদী চিৎকার! বাদশার ৫৯তম জন্মদিনেও সেই একই দৃশ্য। বান্দ্রার রাস্তায় জনতার ঢল। শুক্রবার মাঝরাত থেকেই ‘পীঠস্থান’ মান্নতের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে কোভিডকাল ছাড়া কখনো ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনে সেই নিয়ম ভাঙলেন বাদশা।
মান্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সে রকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন। শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাকে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের তরফেই অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাদের নিরাশ করেননি কিং খান অন্তত। তবে মান্নতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান খান! কারণ সারা দিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তারা। কিং খানের ওই ফ্যানক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখভক্ত চীন থেকে মুম্বাইতে এসেছেন তার সঙ্গে দেখা করার জন্য।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh