কেন নগ্ন হলেন বরুণ

নগ্ন দৃশ্যে অভিনয় করে বেশ আলোচনায় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তার মতো অভিনেতা এমন একটা দৃশ্য করতে কেন রাজি হলেন, বা কীভাবে এত সাহস জোগালেন তা নিয়েই চর্চা তুঙ্গে। অনেকে আবার বরুণের কীর্তির সঙ্গে মিল পেলেন রণবীর সিংয়ের ন্যুড ফটোশুটের।

সমালোচকদের সিটাডেল হানি বানি সিরিজ খুব একটা পছন্দ না হলেও, বরুণের অভিনয় কিন্তু নজর কেড়েছে। অ্যাকশন অবতারে বরুণ প্রত্য়েকটি ফ্রেমেই প্রমাণ করেছেন।সিটাডেল হানি বানিসিরিজের একটি দৃশ্যে বরুণ ক্যামেরার সামনে নিতম্ব প্রদর্শন করেন।

বরুণ ও রণবীর

আর সেই দৃশ্যের অভিনয় নিয়ে বলতে গিয়ে সোশাল মিডিয়ায় এক নেটিজেনকে বরুণ জানান, ‘মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্য ছিল। এমন কিছু সাহসী নয়। খুবই সুন্দরভাবে দৃশ্যটি ক্যামেরা বন্দি করা হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউডে তৈরিসিটাডেলসিরিজ দারুণ জনপ্রিয়। এই সিরিজ গোটা বিশ্বে এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ভারতীয় সিরিজ নির্মাতারা প্ল্যান করে ফেলেছিল, একেবারে ভারতীয় ছাঁচে ফেলেসিটাডেল’-এর গল্প বলবে। হলো তেমনই, পরিচালনার দায়িত্ব নিলেন, রাজ নিধিমারু কৃষ্ণ ডি কে।

 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh