‘আমার এবং এ আর রাহমানের বিরুদ্ধে সব ভিত্তিহীন ও ভুল তথ্য দেখে আমি সত্যি বিস্মিত। সংবাদমাধ্যম এই দুই ঘটনাকে অশ্লীল ও অতিরঞ্জিত করে তুলেছে’-এভাবেই কথাগুলো বললেন এ আর রাহমানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দে।
এ আর রাহমান ও মোহিনী দে
সম্প্রতি এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ হয়েছে। একই সময়ে বিচ্ছেদের খবর আসে গিটারিস্ট মোহিনী দের। তারপর থেকে মোহিনী ও রাহমানের সম্পর্ক নিয়ে নেটপাড়ায়
উত্তাল। অনেকেরই মন্তব্য মোহিনীর কারণেই রাহমানের বিচ্ছেদ হয়েছে। তবে এটি নিয়ে রাহমান
ও সায়রা বানু তাদের বক্তব্য পরিস্তার করেছেন। এবার রাহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মোহিনীও
মুখ খুলেছেন।
সম্প্রতি এক ভিডিও পোস্টের মাধ্যমে মোহিনী সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন। এই পোস্টের মাধ্যমে ট্রলারদের সমুচিত জবাব দিয়েছেন তিনি। এই বাঙালি গিটারিস্ট জানিয়েছেন যে এ আর রাহমান তার বাবার মতো এবং তার আদর্শ। মোহিনী আরও বলেছেন যে রাহমানের এক মেয়ে তারই বয়সী। আর সাড়ে আট বছর ধরে রাহমানের সঙ্গে গিটারিস্ট হিসেবে কাজ করার সুবাদে তার ক্যারিয়ার আকার পেয়েছে।
মোহিনী
ভিডিওর সঙ্গে মোহিনী
এক দীর্ঘ নোট লিখেছেন। এই নোটে তিনি লিখেছেন, ‘রাহমানের সঙ্গে ওনার ছবিতে কাজ করেছি এবং বিভিন্ন ট্যুরে গিয়েছি।
আমি সাড়ে আট বছর ধরে ওনার সঙ্গে কাজ করেছি। এক শিশুর মতো আমি এই সময়কে সম্মান করি।
আমি এটা দেখে হতাশ হচ্ছি যে এই আবেগভরা বিষয়গুলোকে ঘিরে মানুষের কোনো সম্মান,
সহানুভূতি ও সহমর্মিতা নেই। এ আর রাহমান একজন কিংবদন্তি। আর
উনি আমার পিতৃসম, আমার ক্যারিয়ার গড়ার এবং আমাকে গড়ে তোলার পেছনে ওনার অনেক বড় অবদান আছে।’
মোহিনী এই পোস্টে আরও
বলেছেন,
‘আমি কাউকে কোনো সাফাই দিতে চাই না।
কিন্তু আমি এ–ও চাই না যে কেউ আমার দিনকে খারাপ করুক। তাই দয়া করে মিথ্যা রটনা
বন্ধ করুন, আর
আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মোহিনী এ আর রাহমান বলিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh