পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ২০১৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমাতে অভিনয় করেন তিনি। সেই সময় তিনি এ সিনেমাতে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন। তার রেশ এখনো আছে। তাই সিনেমাটি মুক্তির সাত বছর যাবার পরেও তাকে এটি নিয়ে কথা বলতে হয়। একই সঙ্গে শাহরুখকে নিয়েও অনেকে তার কাছে জানতে চান।
‘রইস’ ছবির একটি দৃশ্যে শাহরুখ এবং মাহিরা
একাধিক সময়ে ক্যারিয়ার প্রসঙ্গে শাহরুখের সঙ্গে কাজ নিয়ে
কথা বলেছেন মাহিরা। তবে তার জন্য তাকে অনেক সময়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে। সম্প্রতি
এই প্রসঙ্গে ট্রোলারদের উদ্দেশে পাল্টা উত্তর দিয়েছেন মাহিরা।
শাহরুখকে নিয়ে বার বার কথা বলায়, অনেকেই মনে করেন, পুরোটাই অভিনেত্রীর প্রচারের আলোয় থাকার কৌশল। কারণ, শাহরুখকে নিয়ে কথা বললে মাহি চর্চায় থাকবেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মাহিরাকে প্রশ্ন করা
হয়। তিনি বলেন, ‘আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই। কিন্তু মানুষ ভাবে, আমি নিজে
থেকেই ওর (শাহরুখ) বিষয়ে কথা বলছি। আমি তো নিজে থেকে কখনই তাকে নিয়ে কথা বলি না।’ এই
ধরনের আলোচনা শুনলে মাহিরার মনের মধ্যে কী চলে, তা-ও স্পষ্ট করেছেন অভিনেত্রী। মাহিরা
বলেন, ‘আমার তো মনে হয়, কারও কোনও সমস্যা হলে আমাকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করারই কোনও
প্রয়োজন পড়ে থাকে না।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মাহিরা খান শাহরুখ বলিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh