নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর কাপুর ও আলিয়া। স্ত্রী আলিয়াকে বাহুডোরে বেঁধেই ২০২৫ সালকে স্বাগত জানালেন রণবীর। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও শেয়ার করেন নীতু কাপুর।
ভিডিওতে দেখা যায়, নতুন বছরকে
স্বাগত জানাতে কোনও বিলাসবহুল রিসর্টে গিয়েছিলেন রণলিয়া। সঙ্গী নীতু কাপুর, সোনি রাজদান,
স্বামী ও কন্যা-সহ রিধিমা কাপুর আর অবশ্যই ছোট্ট রাহা। মাঝরাতের সেলিব্রেশন হয় খোলা
আকাশের নিচে। সেখানে সম্ভবত রাহা ছিল না। তবে রণবীর ছিলেন মেজাজে। হাতে শ্যাম্পেনের
বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতসবাজির রোশনাইয়ে আকাশ ভরে উঠতেই ছুটে
চলে আসেন আলিয়ার কাছে। তাকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।
একসময় রণবীরের নারীসঙ্গ নিয়ে প্রচুর চর্চা হত বি-টাউনে। দীপিকা পাড়ুকোণ, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন কাপুর জুনিয়র। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ে আলিয়া ও তার সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়াভাবেই বিয়ে সারেন তারকা যুগল। সে বছরের নভেম্বর মাসেই রাহার জন্ম। এখন রণবীর পুরদস্তুর ‘ফ্যামিলি ম্যান’।
এদিকে আগামীতে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে আবার ভিকি কৌশলও রয়েছেন। এর আগে ‘সঞ্জু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন রণবীর-ভিকি। অফস্ক্রিনেও দুজনের বেশ বন্ধুত্ব। বর্তমানে ভিকি রণবীরের প্রাক্তন ক্যাটরিনা কাইফের স্বামী। তবে তাতে দুই তারকার বন্ধুত্বে কোনও ভাটা পড়েনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রণবীর কাপুর আলিয়া বলিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh