কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সব বাধা পেরিয়ে অবশেষে ১৭ জানুয়ারি
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবি নিয়ে শুরু থেকেই
ভারতে চাপা উদ্বেগ রয়েছে। এই ছবি মুক্তির বিরোধিতা করেছিলেন অনেকে। যদিও সব বাধা পেরিয়ে
আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। কিন্তু
কঙ্গনার ছবি মুক্তির আগেই নিষিদ্ধ হলো বাংলাদেশে।
বর্তমানে বেশ কিছুদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তাই সব মিলিয়ে বাংলাদেশে ছবিটির মুক্তি দেওয়া হচ্ছে না।
ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, ‘বাংলাদেশে ‘ইমার্জেন্সি’
ব্যান করার সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের সঙ্গে
জড়িত। তাই ছবিটি নিয়ে নিষেধাজ্ঞা জারি কর হয়েছে। অনেকের মতে ‘ইমার্জেন্সি’র অনেক বিষয়বস্তু
দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক সমস্যার নানা দিককে প্রভাবিত করবে।’
এই ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে
দেখা যাবে কঙ্গনাকে। এই ছবিতে চিত্রনাট্য লেখা, পরিচালনা ও অভিনয়, তিনটিরই দায়িত্ব
পালন করেছেন অভিনেত্রী নিজেই।
উল্ল্যেখ, ছবিটি ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু
সেন্সর বোর্ডের কারণে ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির আগে
কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা নিয়ে ছবিটিকে সমালোচনার মুখে পড়তে হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইমার্জেন্সি কঙ্গনা বলিউড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh