মঞ্চে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
হলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই
আচমকা
অসুস্থ
হয়ে
পড়েন তিনি। তার
নিঃশ্বাসে সমস্যা
হচ্ছিল
বলে
শোনা
যায়।
সঙ্গে
সঙ্গে
তাকে
হাসপাতালে ভর্তির
সিদ্ধান্ত নেওয়া
হয়।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল মোনালি ঠাকুরকে।
বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে
তার।
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, শিল্পীর চিকিৎসার সবরকম
ব্যবস্থা হয়েছে।
বিশিষ্ট চিকিৎসকরা তার
চিকিৎসার দায়িত্বে আছেন। মোনালি
ঠাকুরের অসুস্থতার খবরে
চিন্তিত অনুরাগীরা। সকলেই
তার
দ্রুতই
সুস্থতার কামনা
করেছেন। উল্লেখ্য, গত
কয়েকদিন ধরেই
বাংলার
বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন
মোনালি। গত
সপ্তাহেই উত্তর
২৪
পরগনার
অশোকনগর উৎসবে
গিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মোনালি ঠাকুর উত্তরবঙ্গ অসুস্থ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh