জনপ্রিয় এক অভিনেত্রীর বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে ১২ লাখ
টাকা। এই অর্থ তিনি দেহব্যবসা দিয়ে আয় করেছেন বলে জানান। কে এই
অভিনেত্রী?
তিনি বলিউডের সুপারস্টার নায়িকা মালা সিনহা। ৬ এর দশকে বলিউডে মালা সিনহার উত্থান হয়েছিল উল্কার গতিতে। যেমন রূপ, তেমন ছিল তার অভিনয় প্রতিভা। তখনকার যুগের বলিউডের সেরা নায়কেরা তার সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন।
গুরু দত্ত থেকে শুরু করে অশোক কুমার,
দিলীপ কুমার, রাজকুমার, মনোজ
কুমার, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনদের
মত শিল্পীদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। অনেক সুপারহিট সিনেমা ছিল তার ঝুলিতে। মালা
২০ বছর টপ অভিনেত্রী হিসেবে রাজত্ব করেছিলেন ইন্ডাস্ট্রিতে। ১২০টির বেশি সিনেমা
ছিল তার ঝুলিতে। কিন্তু জীবনের একটা ভুল সিদ্ধান্ত তার ক্যারিয়ার
নষ্ট করে দেয়।
মালা সিনহা নাকি অভিনয়ের পাশাপাশি লুকিয়ে
দেহ ব্যবসা করতেন। আসলে টাকাকে তিনি খুবই ভালোবাসতেন। টাকার প্রতি তার প্রচন্ড লোভ
ছিল। দেহ ব্যবসা করে তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিলেন। আর এই তথ্য প্রথম ধরা
পড়ে যখন ইডি তার বাড়িতে হানা দেয়। তৎকালীন সময়ে কোনওভাবে ইডি খবর পেয়েছিল
মালা সিনহার বেআইনি অর্থের ব্যাপারে। তারা তার বাড়িতে হানা দিয়ে বাথরুম থেকে
পেয়েছিল ১২ লক্ষ টাকা।
এই টাকার উৎস কী? মালার কাছে জানতে চাওয়া হলে আদালতে দাঁড়িয়ে তিনি নিজের মুখে স্বীকার করেন দেহ ব্যবসা করে তিনি এই অর্থ উপার্জন করেছিলেন। শুনে অবাক হয়েছিল গোটা বলিউড।
তবে অন্য এক সময় এক নতুন তথ্য দেন তিনি। মালা বলেন আসলে তিনি অত্যন্ত কৃপণ স্বভাবের মানুষ। টাকা কিছুতেই ব্যাংকে রাখতে চাইতেন না। তিনি সিনেমা করে যা কিছু উপার্জন করতেন সবকিছু ঘরেই
রাখতেন। আর এটা তিনি করতেন যাতে আয়কর দিতে না হয়। যখন ধরা
পড়েন তখন আয়কর মামলার আওতায় ফেঁসে যেতে পারতেন তিনি। তাই তার বাবা এবং আইনজীবী
তাকে পরামর্শ দেন ওই কথা বলতে। বাবা এবং আইনজীবীর পরামর্শ মেনে কিছ না ভেবেই মালা দেহ ব্যবসার কথা বলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মালা সিনহা ১২ লাখ টাকা দেহব্যবসা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh