একাধিকবার বেফাস মন্তব্য করে বিতর্কের
শিরোনামে এসেছেন বলিউড গায়ক অভিজিৎ। শাহরুখ খান, সালমান খান থেকে রণবীর কাপুর, বলিউডে প্রথম সারির
অভিনেতাদেরও ছাড় দেননি তিনি।
এবার মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’
বলে বিপাকে এই বলিউড গায়ক। পুণেরই
এক সমাজকর্মী তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী
বলেন,
‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা
গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সঙ্গীত জগতের
জনক।’ এরপরই অভিজিৎ বেফাঁস মন্তব্যটি করে বসেন। গায়ক বলেন,
‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন ভারতের নয়। ভারতবর্ষের
অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে
গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।’ তার এমন মন্তব্যের জেরে
জানুয়ারি মাসের পয়লা সপ্তাহেই আইনজীবী অসীম সারোডে আইনি নোটিস পাঠিয়ে গায়কের তরফে
লিখিত ক্ষমাপত্রের দাবি জানিয়েছিলেন। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মনীশ দেশপাণ্ডে নামে
এক সমাজকর্মী ডেকান জিমখানা থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অভিযোগ জানিয়ে।
ওই সমাজকর্মীর অভিযোগ,
‘ভারত আগে থেকেই ছিল, পাকিস্তান ভুলবশত তৈরি
করা হয়েছে, অভিজিতের এহেন মন্তব্য ভীষণই মূর্খের মতো।’ তার দাবি, ‘মহাত্মা গান্ধীর মানহানি করার জন্য
গায়েকর বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অভিজিৎ মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh