মুক্তির আগেই ৬ কোটির বেশি আয় ছাবা’র

ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনী নিয়ে নির্মিতছাবা’ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমাটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে।

মুক্তির মাত্র দুই দিন বাকি থাকতে, ‘ছাবা’-র অগ্রিম বুকিংয়ের পরিমাণ সিনেমাটিকে ২০২৫ সালের অন্যতম বৃহত্তম ওপেনার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘ছাবা’ আজ পর্যন্ত, ২,২৭,৭৫৯টি টিকিট বিক্রি করে ৬.৪২ কোটি রুপি আয় করেছে।  ব্লক সিটের হিসাবেও আয় ছাড়িয়েছে ৭ কোটি।  ভিকি এবং রশ্মিকা অভিনীত সিনেমাটি ভারত জুড়ে প্রায় ৬,৫৪০টি থিয়েটারে ৭,৪৮৩টি শোয়ের জন্য টিকিট বিক্রি করেছে।

ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয়ের জন্য, ভিকি প্রায় ছয় থেকে সাত মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন, যার মধ্যে ছিল ঘোড়া চালানো, তলোয়ার যুদ্ধ, লাঠি খেলা এবং বর্শা ছোঁড়ার মতো প্রশিক্ষণ। এছাড়াও তিনি এই চরিত্রে অভিনয়ের জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন।

ছাবা’র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের নজর কেড়েছেন। আর স্বাভাবিকভাবেই ভিকির কারণেই এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

ছাবা’ পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। প্রযোজনা করেছেন দীনেশ বিজন।

ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh