অলকানন্দা

আহমেদ ইশতিয়াক প্রণীত ‘অলকানন্দা’ একটি সাইকো থ্রিলার। সমাজ বাস্তবতার নিরীখে ভিন্ন কি- নাকি ভিন্নতর উপস্থাপন তা প্রিয় পাঠক নিজেই যাচাই করুন।

‘মেয়ের নাম কী? পরিচয় কী? ওর নাম অলকানন্দা।’ অলকানন্দা হলো সমাজের সেই নারী, যাকে আমরা সভ্য সমাজের মানুষে বলি পতিতা। হাসান নামের এক যুবক তার প্রেমে পড়ে। অলকার প্রেমে সে ভেসে যায়, ভেসে যায় গাঙ দিয়া তার হৃদয়। আহমেদ ইশতিয়াক তার নায়ককে ফেলে দেন এক মহাটানাপড়েনে, কেননা- অলকানন্দা খুন হয় প্রেমিক যুবক হাসানের সামনে।

হাসানের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়, সে রোজ অলকার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, আসলে সে যাকে দেখে সে অন্য কেউ, প্রেমিকের হৃদয় ভাঙার গল্প। যা শেষাবধি রূপ নিয়েছে থ্রিলারে। কেননা প্রথম দেখার সেই বিষাদমাখা সন্ধ্যায় হানার অলকাকে বলেছিল, ‘আপনি কি জানেন- আপনার নাম রেখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ?’ আর সদ্য ডুবতে বসা টকটকে লাল সূর্যটার দিকে চোখ রেখেই অলকা বলেছিল- ‘তাই না কি!’

অলকানন্দা
লেখক : আহমেদ ইশতিয়াক
প্রচ্ছদ : তন্ময়
প্রকাশন : পেণ্ডুলাম পাবলিশার্স
দাম : ২২০ টাকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //